স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে উপজেলা পর্যায় থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়ে জেলা পর্যায়ে তিনি প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হন।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ জানান জেলা থেকে সংবাদ পেয়েছি প্রধান শিক্ষক ক্যাটাগরিতে জগন্নাথপুর উপজেলার হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত করা হয়েছে। তিনি এখন বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবেন। আমরা তাঁর সফলতা কামনা করছি।
হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদার বলেন জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় চিঠি আজ বুধবার পেয়েছি। এখন বিভাগীয় পর্যায়ে অংশ নিতে সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করছি।