Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জামালগঞ্জে নদীতে পাথর বোঝাই নৌকা ডুবে নিহত ১

জামালগঞ্জ প্রতিনিধি::

জামালগঞ্জে সুরমা নদীতে পাথর বোঝাই ট্রলার ডুবে এক সুকানী মারা গেছে। সে তাহিরপুর উপজেলার বালীজুরী ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের মৃত. শামসুদ্দিনের ছেলে মো. শওকত মিয়া (৩৫)। দুপুর ২টায় সুকানি শওকত মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, রবিবার রাতে জামালগঞ্জ সদর ইউনিয়নের লালপুর বাজারে মো. আবুল কাশেমের মালিকানাধীন মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের ক্রাশার মেশিনে ভাঙা পাথর স্টিলবডি নৌকায় বোঝাই করে সুকানী শওকত আলী ও ড্রাইভার মোকারম হোসেন ঘুমিয়ে পড়ে। সকাল আনুমানিক ৫-৬টার দিকে সুকানী শওকত আলী ড্রাইভার মোকারমকে ইঞ্জিন চালাতে বলে। এরপরই সে দেখতে পায় নৌকার পিছনের অংশ আস্তে আস্তে পানিতে ডুবে যাচ্ছে। মোকারম চিৎকার দিয়ে সুকানীকে বের হতে বলে সে লাফ দিয়ে নৌকা থেকে নেমে সাতরিয়ে পাড়ে আসতে পারলেও সুকানী শওকত কে নিয়ে পাথর বোঝাই নৌকা ডুবে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর নৌপুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, দুপুর ২টায় সুকানি শওকত মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।

Exit mobile version