স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আইসিটি দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক স্হায়ী কমিটির সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জাইকার উপজেলা সমন্বয়ক রাজিব দাশ প্রমুখ স্হানীয় সরকার প্রকৌশল বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন জাইকার সহায়তায় কর্মশালায় ৩০ জন শিক্ষক অংশ নেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী প্রোগামার আশীষ চক্রবর্তী, উপজেলা টেকনিশিয়ান অরুপ সরকার ও হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার।