Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা নির্বাচন- সব প্রার্থীর মনোনয়ন বৈধ

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৩ প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।
আজ সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা প্রার্থিতা যাচাই বাছাই করে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন।

মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেনে, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা, জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন চৌধুরী লিটন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহসভাপতি সালেহ আহমদ, যুক্তরাজ্যপ্রাবসী সৈয়দ তুহেল আহমদ ও বিএনপি নেতা আব্দুল মতিন লাকি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সাথী, রিনা বেগম ও সেলিনা বেগম।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি না পাওয়ায় সবার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ২ নভেম্বর ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Exit mobile version