স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও প্র্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম,পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক,রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম,পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান,কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম,মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার,পানি উন্নয়ণ বোর্ডের উপ সহকারী প্রকৌশলী নাসীর উদ্দীন প্রমুখ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি দুর্যোগের পূর্ব প্রস্তুতি গ্রহণ উপলক্ষে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে।