Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান,গাঁজার গাছসহ মাদক উদ্ধার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান গাঁজার গাছসহ ৪ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে অভিযানে থাকা যৌথদল।
আজ বুধবার ( ৯ অক্টোবর ) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর ও মেঘারকান্দি গ্রামে এ অভিযান করা হয়।
গ্রেপ্তাররা হলেন, গন্ধর্বপুর গ্রামের গাঁজা ব্যবসায়ী আতা উল্লাহ (৬০), তাঁর স্ত্রী রেনু বেগম (৪৮) ও মেঘারকান্দি গ্রামের শচীন্দ্র চন্দ্র দাস (৭০)।
জগন্নাথপুর সেনা ক্যাম্পের এক প্রেস বার্তায় জানানো হয়, বুধবার সকালে জগন্নাথপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব ও থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল মিয়ার যৌথ নেতৃত্বে গন্ধর্বপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী আতা উল্লাহর বাড়ি থেকে ১৫০ গ্রাম গাঁজা ও একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় ওই গাঁজা ব্যবসায়ীকে তাঁর স্ত্রীসহ আটক করা হয়। পরে তাঁদের তথ্যমতে মেঘারকান্দি গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ শচীন্দ্র চন্দ্র দাসকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটকদের থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৬৪ হাজার ৮০০টাকা। পুলিশ বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হবে।
Exit mobile version