Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে রথযাত্রা উৎসব উদযাপন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা উৎসব গতকাল মঙ্গলবার জগন্নাথপুর পৌর শহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর রথবাড়িতে শ্রীশ্রী জগন্নাথ বিগ্রহ ও শ্রীশ্রী বাসুদেব বিগ্রহ নিয়ে রথের টান দেওয়া হয়। সকাল থেকে জগন্নাথপুর কেন্দ্রীয় মন্দির জগন্নাথপুর জিউড় আখড়া থেকে শ্রীশ্রী বাসুদেব মন্দিরে যায় সেখান থেকে দুটি রথ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর রথ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সনাতন ধর্মাবলম্বীরা একে দুটি রথ নিয়ে সাত টান দেন।৷ এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,কমিউনিটি নেতা পিযুষ রায় কালা,আশীষ দে,মুকুল ভট্টাচার্য,কাউন্সিলর কৃষ্ণ চন্দ,নিবারন গোপ,পজেশ গোপ,উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব,কমিউনিটি নেতা বিভাস দে, দ্বিপক কুমার দে,অরূপ সরকার, জীবন গোপ প্রমুখ রথযাত্রা উপলক্ষে রথবাড়িতে এক মেলা বসে এবং জগন্নাথ জিউর আখড়ায় মহা প্রসাদ বিতরণ করা হয়।

 

Exit mobile version