Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ভোটগ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ বুধবার সকাল ৮টায় একযুগে উপজেলা ৮৯টি কেন্দ্র ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এবার প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন সহকারী রির্টানিং কর্মকর্তা মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু শুরু হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আমরা করেছি। ভোটের পরিবেশ সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন।

তিনি জানান,

একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৯ হাজার ৩৯ ভোট। তার মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩২৩ জন, নারী ভোটার ৯৩ হাজার ৭১৬ জন। কেন্দ্র সংখ্যা ৮৯টি।
বুথ সংখ্যা ৫২৯টি ও অস্থানীয় ৭০ টি। প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তাসহ ৬ জন পুলিশ সদস্য, আনসার সদস্য ১২ জনসহ পর্যাপ্ত পুলিশ, র‌্যাব,বিজিবি ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট নিয়োজিত রয়েছেন।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন রয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আকমল হোসেন (নৌকা), বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুক্তাদীর আহমেদ মুক্তা (আনারস), জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও যুক্তরাজ্য প্রবাসী স্বতন্ত্র প্রার্থী আব্বাস চৌধুরী লিটন (ঘোড়া)।
ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র (তালা), যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মতিন লাকি (টিয়াপাখি), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক), সহসভাপতি সালেহ আহমদ (চশমা) ও সৈয়দ তুহেল আহমদ (টিউবওয়েল)। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, রিনা বেগম (কলস), সুফিয়া খানম সাথী (ফুটবল) ও সেলিমা বেগম (হাঁস)।

Exit mobile version