স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির আরও দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার গ্রেপ্তারদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাড়ি জগন্নাথপুর এলাকার আকবর আলীর ছেলে নিজাম উদ্দিন (৫৫) ও জগন্নাথপুর শহীদমিনার এলাকার মৃত সিরাজুল হকের ছেলে আশরাফুল হক সুমন (৩৬)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে গত মঙ্গলবার জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। ওই দিন বিএনপি নেতা ছাদিকুর রহমান নান্নু ও ছাত্রদল নেতা নিজাম আহমদকে গ্রেপ্তার করা হয়।