1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও চুরির মামলায় এমএ মান্নানসহ আ.লীগের ৪৯ নেতাকর্মী আসামী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক, কবি সায়েক এম রহমান কে সংবর্ধনা প্রদান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি সমন্বয়কের জগন্নাথপুরে জামায়াতের ওয়ার্ড কমিটি গঠন: সভাপতি আকমল, সেক্রেটারি ফাহিম জগন্নাথপুরে মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে জরিমানা তাবলিগ জামাতের দুপক্ষকেই বিশেষ নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে: রিজভী জগন্নাথপুর চ্যারিটি সংস্থার আয়োজনে এ ভিজিট টু নেচার অনুষ্ঠিত সচিবালয়ে আগুনের ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের হুঁশিয়ারি সচিবালয়ে আগুন/ ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে মানুষের ব্যক্তিত্ববোধ যেভাবে বিনষ্ট হয়

জগন্নাথপুরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও চুরির মামলায় এমএ মান্নানসহ আ.লীগের ৪৯ নেতাকর্মী আসামী

  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরের ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে জগন্নাথপুর থানায় এ মামলা করেন। 

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বিভাগীয় শহর সিলেট থেকে জগন্নাথপুর উপজেলায় আসার প্রবেশ পথেই মিরপুর বাজার। এখানকার মানুষ রাজনৈতিক সচেতন। বিভিন্ন রাজনৈতিক দলের অফিস রয়েছে এই বাজারে। পাঁচ আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বেশিরভাগেই গা ডাকা দিয়েছেন। এরপরেও ইউনিয়নের কিছু সংখ্যক আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পর্যায়ের নেতা রেজাউল করিম রিজু, আব্দুল কাইয়ুম মশাহিদ, আবুল হোসেন লালন, বাবুল, আব্দুল আহাদ দোলন. মহিউদ্দিন সেলিম, সাজ্জাদ খান ও ফজলুল হকসহ অনেকে প্রতিদিন বাজারে বসে থাকে। এরা আমাকে এবং আমার দলের নেতা কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। বাজারে মঝে মধ্যে ছোট খাটো ঝটিকা মিছিলও প্রদান করে তারা। সম্প্রতি বিভিন্ন দোকানে বসে এরা মিরপুর বিএনপি কার্যালয় জ্বালিয়ে দেবার পরামর্শও করেছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই গেল ১৭ নভেম্বর রাতে বিএনপি অফিস এবং তার ব্যক্তিগত কার্যালয় পুড়িয়ে দেয় তারা। এর আগে অফিসের ৫০ হাজার টাকা মালামাল চুরি করে নেওয়ারও অভিযোগ করেন মামলার বাদী ওই বিএনপি নেতা। এছাড়া অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি উল্লেখ করা হয়।

এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের এমপি এমএ মান্নানকে। এছাড়া জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনসহ ৪৯ জনকে আসামি করা হয়েছে। এদের বেশিরভাগেই আওয়ামী লীগের পদধারী. কেউ কেউ দলের সক্রিয় কর্মী বলেও জানিয়েছেন বাদী।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও মালামাল চুরির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com