1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে বাবার শখ পূরণে হেলিকপ্টার চড়ে বিয়ে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বাবার শখ পূরণে হেলিকপ্টার চড়ে বিয়ে

  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৪৪০ Time View

স্টাফ রিপোর্টার::

বাবার শখ ছিল বড় ছেলেকে হেলিকপ্টার চড়িয়ে বিয়ে করাবেন। সেই শখ পূরণে হেলিকপ্টারে চড়েই বিয়ে করলেন তাঁর প্রবাসী ছেলে।

রোববার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লতিফুর রহমানের বড় ছেলে শাহিনুর রহমান হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের আবদুস ছবুরের মেয়ে নিশাত তাসলিমকে।
সিলেট নগরীর একটি অভিজাত কনভেনশন হলে নব দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

হেলিকপ্টারে বিয়ের আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়।

বরের চাচা রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজমল হোসেন মিটু জানান, তিন ভাই ও দুই বোনের মধ্যে শাহিনুর সবার বড়। তারা লন্ডন প্রবাসী। তার বাবার শখ ছিল বড় ছেলের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখবেন। তাই এমন আয়োজন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশ পাঠানো হয়।#

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com