Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বসতবাড়িতে দুর্বৃত্তের আগুন: পুড়ল মোটরসাইকেল

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বসতবাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।

গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের সমধল (নোয়াগাঁও) গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ শাহানশাহ আলম বলেন, প্রতিদিনের ন্যায় পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ এক শব্দ পেয়ে ঘুম থেকে জেগে দেখে আমাদের চৌচালা টিনের বসত ঘরে আগুন জলছে। সাথে সাথে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যক্তি বলেন, যারা আগুন দিয়েছে তাদেরকে দৌড়ে যেতে আমি দেখেছি। তাদের বিরুদ্ধে আমি মামলা করব।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version