Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রিমিয়ার সিমেন্ট কর্তৃক কাছের মানুষ নির্মাণ বন্ধু মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক::সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির আয়োজনে নির্মাণ শ্রমিকদের নিয়ে কাছের মানুষ নির্মাণ বন্ধু মিলনমেলার আয়োজন করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মজিদপুরস্থ এক কমিউনিটি সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।

প্রিমিয়ার সিমেন্ট জগন্নাথপুর উপজেলা শাখার ডিলার মেসার্স ফাতিমা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ খাঁজা শাকিল আহমেদ এর সভাপতিত্বে ও সুনামগঞ্জ এরিয়া ম্যানেজার খায়রুজ্জামান সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার সিমেন্ট সিলেট অঞ্চলের জোনাল ম্যানেজার মাসুদ মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার সিমেন্টের সুনামগঞ্জ জেলা ডিস্ট্রিবিউটর মোহাজ্জিল হোসেন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত।

বক্তারা বলেন, প্রিমিয়াম সিমেন্ট বর্তমানে এখন দেশে শীর্ষে। প্রতিবছরে ৯ থেকে ১২ লক্ষ ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট ভারতে রপ্তানি হয়। প্রিমিয়ার সিমেন্ট উৎপন্ন হয় বিশ্বের সমাদৃত ডেনমার্কের প্রযুক্তিতে হাতের স্পর্শ ছাড়া সম্পূর্ণ সুপার প্রযুক্তির মাধ্যমে। বক্তারা আরো বলেন, প্রিমিয়ার সিমেন্টের কারণে কোনো স্থাপনা ক্ষতিগ্রস্থ হলে সম্পূর্ণ দায়ভার কোম্পানী নিবে। এই সিমেন্ট কোম্পানী গুণগত মান নিয়ে কোনো আপোস করবেনা।

বক্তব্য রাখেন সমাজসেবক হারুন মিয়া, ময়মন খান, যুক্তরাজ্য প্রবাসী ছমির উদ্দিন, জগন্নাথপুর-ছাতক- দোয়ারাবাজার শাখার এক্সিকিউটিভ আশরাফুল ইমাম রানা, ব্যবসায়ী শাকিব আহমেদ।

এসময় কাছের মানুষ নির্মাণ বন্ধু মিলনমেলায় ৭০ জন নির্মাণ শ্রমিক অংশ নিয়ে প্রিমিয়ার সিমেন্টের গুণাগুণ সম্পর্কিত বক্তব্য রাখেন। তাদের অনেকে প্রিমিয়ার সিমেন্ট সম্পর্কিত বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হন।

Exit mobile version