রেজুওয়ান কোরেশী::
যুক্তরাজ্যপ্রবাসী তাহমিনা রহমানের উদ্যোগে জগন্নাথপুরের লুদরপুরে শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকার লুদরপুরের মোঃ আজম আলীর মেয়ে যুক্তরাজ্যপ্রবাসী তাহমিনা রহমানের
অর্থায়নে লুদরপুর ও ইনাতনগরের করোনাভাইরাস সংক্রমন এড়াতে ঘরবন্দী অসচ্ছল শতাধিক পরিবারের মধ্যে লোকজনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার, দুপুরে টায় লুদরপুর এলাকায় নিজ বাড়ীতে এই বিতরণের আয়েজন করা হয়।
প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল দেওয়া হয়েছে।
বিতরনকালে ইসহাকপুর, লুদরপুর ও এনায়েতনগর টাইটেল মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি সিদ্দিক আহমদ,, সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসান, সমাজকর্মী শাহজাহান সিদ্দিকী, শেখ ফজর আলী,জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সুফি মিয়া, মোঃ আমিরুল হকসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।