Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পূজা মন্ডপ পরিদর্শনে পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার-
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচন হবে। আওয়ামী লীগ নির্বাচন করবে। অন্য কোন দল যারা নির্বাচন করতে চায় করবে। যারা নির্বাচন করতে চায় না তারা করবে না। এটি তাদের ইচ্ছা। তাদের কেন্দ্রে আনার দ্বায়িত্ব আমাদের নয়। তবে আমাদের চলাচলে এবং সমাজের মানুষের যদি কেউ কোনো ক্ষতি করতে চায়। তাহলে আমরা আইনের মাধ্যমে তাদের মোকাবেলা করবো। সোমবার রাত ৯ টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দিরে দুর্গা পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

 

পূজামন্ডপ পরিদর্শনকালে মন্ত্রী আরও বলেন, ‘হাওর অঞ্চলে হিন্দু মুসলমানসহ সব ধর্মের মানুষ একে অপরের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে। সম্প্রীতির দিকটি এখানে শক্তিশালী। এ দেশে ধর্মীয় সম্প্রীতির অভাব নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে হিন্দু সম্প্রদায়সহ সমস্ত সম্প্রদায়ের মধ্যে স্বস্তি বিরাজ করে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির এই বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাবে।’ এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত কান্তি দেব, কেন্দ্রীয় মন্দিরের দুর্গা পূজামন্ডপ পরিচালনা কমিটির সভাপতি বিভাস দে, সাধারন সম্প্রপসদক দেবাশীষ তালুকদার অর্ম সম্খপাদক রাজন দাশ সাংগঠনিক সম্পাদক কল্যান কান্তি রায় সানী প্রমুখ  পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বাসুদেব বাড়ি আবাসিক এলাকার আনন্দময়ী পূজা মন্ডপ ও দাস সম্প্রদায়ের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় আনন্দময়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু রঞ্জন ধর ও দাস সম্প্রদায়ের পূজা মন্ডপে কাউন্সিলর কৃষ্ণ চন্দ বক্তব্য দেন।এছাড়াও খাশিলা মাতৃবন্দনা যুব সংঘের পূজা মন্ডপ পরিদর্শন করেন এসময়,সংগঠনের সভাপতি সনজিত দে সহ নেতৃবৃন্দ মন্ত্রী কে স্বাগত জানান।

এদিকে, পরিকল্পনামন্ত্রী মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার জয়নগর কামড়াখাই মাদ্রাসায় জাইকা সমিতি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। পরে দুপুর ২টায় রানীগঞ্জ বাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের উদ্ধোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ##

Exit mobile version