Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল

স্টাফ রিপোর্টার::

বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সাহবির আহমেদের পরিচালনায় এতে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুবায়েল আহমদ, মারজান চৌধুরী, সদস্য শাকিল আহমদ, তুহিন আহমদ, জাকারিয়া আহমদ, দুলাল ইব্রাহীম, অভি, মনোয়ার, শাখাওয়াত, নাঈম, তাওহীদ, জাহিদ, নাজিম আহমদ, দিলোয়ার, পারভেজ প্রমুখ।

পরে মুখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে মৌন মিছিল করা হয়। এসময় কলেজ ছাত্রদলের নেতা-কর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Exit mobile version