স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্বৃত্তের হামলায় মল্লিক আফজল মিয়া (২৯) নামের এক যুবক নিহতের ঘটনায় ১২ দিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ আগষ্ট) নিহত আফজলের মা আজিদুল বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামী করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার পর থেকে পুলিশ কর্মবিরতিতে ছিল। কর্মবিরতিতে শেষ হওয়ায় নিহত আফজলের মা মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পোষ্ট অফিস মার্কেটের সামনে দুর্বৃত্তের হামলায় মল্লিক আফজল মিয়া নিহত হন। আফজল জগন্নাথপুর পৌরসভার এনায়েত নগর (মল্লিকপাড়া) গ্রামের মল্লিক আকমল হোসেনের ছেলে। ঘটনার দুদিন পর ৭ আগস্ট ময়নাতদন্ত শেষে আফজলের দাফন করা হয়।
মামলার বাদী আজিদুল বেগম বলেন, পূর্ব বিরোধের জেরে খুবই নির্মমভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তাঁর হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছিল। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।