Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুর্গতদের মাঝে ত্রাণ ও স্বাস্হ্য সামগ্রী বিতরণ করলেন এমএ মান্নান

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য,সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি তাঁর নির্বাচনী এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন।
আজ শনিবার সকাল ১১টায় তিনি জগন্নাথপুর উপজেলার সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আশ্রয় নেওয়া পানিবন্দি মানুষের মধ্যে স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এ সময় এমএ মান্নান স্থানীয় সাংবাদিকদের বলেন, ধর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বর্তমান সরকার আপনাদের পাশে আছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্থদের কল্যাণে কাজ করছি। তবে এই দুর্যোগকালিন সময়ে আপানাদের মনে সাহস নিয়ে ধর্যোর সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। পরে তিনি আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন।

উপেজলা জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ইউনিসেফ এর ত্রাণ হিসেবে  স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী  আড়াই শতাধিক দরিদ্র পরিবারকে চার হাজার টাকা মূল্যের ২৫০টি বড় প্যাক দেওয়া হয়। বিতরণকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),আল বশিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলা. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ইউনিসেফ সিলেটের চীফ ফিল্ড অফিসার কাজী দিল আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রব সরকার, আওয়ামী লীগ নেতা আকমল খান।
এরআগে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কলকলিয়া ইউনিয়নের আটপাড়ায় একটি আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন।

এদিকে গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে ও উজানের ঢলে জগন্নাথপুর উপজেলার প্রায় দুইশতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েন। চার হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছেন। গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে বিভিন্ন হাটবাজার।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম বলেন, গত দুইদিন বৃষ্টিপাত না হওয়ায় পানি কমতে শুরু হয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমরা সার্বক্ষণিক নজরে রাখছি।

Exit mobile version