Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুই পক্ষের বিরোধ পুলিশের হস্তক্ষেপে নিস্পত্তি

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী গং ও রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ধনেশ রায়ের মধ্যে ব্যবসায়িক হিসেবে নিকেষ নিয়ে বিরোধ গতকাল শনিবার সালিস বৈঠকে  শেষ হয়েছে। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান এর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ,সাবেক  সহ সভাপতি আব্দুল কাইয়ুম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, মৌলবীবাহার নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আশরাফ উদ্দিন,জগন্নাথপুর থানার এস,আই জিন্নাতুল ইসলাম, সমাজসেবক  আনফর উল্যাহ,শিক্ষক আব্দুস সামাদ, সাইফুল ইসলাম  রিপন,সাংবাদিক অমিত দেব,যুবলীগ নেতা সালেহ আহমেদ মমরাজ হোসেন, সুমন আহমেদ,প্রমুখ সভায় আওয়ামী লীগ নেতা সুন্দর আলীসহ ৯ জনের সঙ্গে  ব্যবসায়ী ধনেশ রায়ের যৌথ ব্যবসার আয় ব্যয়ের হিসেবে নিয়ে ভুল বুঝাবুঝি নিস্পত্তি হয়।জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা সুন্দর আলী সহ ৯ জনের সঙ্গে ব্যবসায়ী ধনেশ রায়ের ব্যবসায়িক হিসেব নিকেষ নিয়ে বিরোধ তীব্র হয়ে উঠলে উভয়পক্ষ স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে বিষয়টি অবহিত করলে তিনি আমাকে বিষয়টি দেখার দায়িত্ব দেন।যার প্রেক্ষিতে  উভয়পক্ষ কে নিয়ে বৈঠক করে বিষয়টি শান্তিপূর্ণ সুরাহা করা হয়।

Exit mobile version