Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ট্রাফিকের দায়িত্বেথাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো ওয়ালটন

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাফিকের দায়িত্বপালনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো জগন্নাথপুর পপুলার ইলেকট্রনিকের ব্যবসা প্রতিষ্ঠান ওয়ালটন শো-রুম।

রোববার (১১ আগষ্ট) দুপুরে প্রতিষ্ঠানর পরিচালক  জুলফিকার আহমদ মনি ও জামাল উদ্দিন বেলাল শতাধিক শিক্ষার্খীদের হাতে ইউনিফর্ম, ছাতা ও গেঞ্জি তুলে দেন।

ওয়ালটনের শো-রুমের পরিচালক জুলফিকার আহমদ মনি ও জামাল উদ্দিন বেলাল জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে গত কয়েকদিন ধরে পৌরশহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের কাজ করছেন শিক্ষার্থীরা। রোদ ও বৃষ্টির মধ্যেও তারা যানজট নিরসনে কাজ করছে। পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্ন কাজ ও বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা। তাদের কার্যক্রম প্রশংসনীয়। তাদের পাশে দাঁড়ানো সামান্য চেষ্টা করেছি আমরা। শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আমরা সবার প্রতি আহবান জানাচ্ছি।

Exit mobile version