Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি ও মজলিসে সূরা গঠন

প্রেস বিজ্ঞপ্তি

আগামী ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের  উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন করা হয়েছে।

গতকাল বুধবার (২০ নভেম্বর) বিকালে উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে গোপন ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার। এর আগে ১৪ নভেম্বর রুকনদের ভোটে উপজেলা আমীর নির্বাচিত হন মাওলানা লুৎফুর রহমান। পরে উপজেলা আমীর কর্মপরিষদের সদস্যদের সাথে পর্রামশ করে মাওলানা আফজল হোসাইনকে উপজেলা সেক্রেটারী ও মাওলানা দরছ উদ্দিনকে উপজেলা নায়বে আমীর হিসাবে মনোনয়ন করেন। রুকনদের ভোটে মজলিশে শূরা ও কর্মপরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা দরছ উদ্দিন, মাওলানা আফজল হোসাইন, মাস্টার আবু তাইদ, দিলোয়ার হোসাইন, লুৎফুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, আ.হ.ম. ওয়ালী উল্লাহ ও আব্দুল কাইয়ুম।

 

এ সময় ভোট প্রদান করেন জগন্নাথপুর উপজেলার শাখার রুকন(সদস্য) মাওলানা লুৎফর রহমান, মাওলানা আফজল হোসাইন, দিলোয়ার হোসাইন, হোসাইন আহমদ, আবদুল কাইয়ূম, আবু তাহিদ, লুৎফুর রহমান, আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালী উল্লাহ, জামাল উদ্দিন বেলাল, এনামুল হক, বেলায়েত হোসেন গুলজার, আতিকুর রহমান, তৌহিদুল ইসলাম, শাহ মোত্তালেব, নূরুল ইসলাম, বিল্লাল হোসেন, আলী আহমদ প্রমুখ।

Exit mobile version