স্টাফ রিপোর্টার::
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে
র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি শেষে পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন আহমদ প্রমুখ।