Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে গোপন কক্ষে পুলিং অফিসার, সর্তক করলেন ডিসি

জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮৯টি কেন্দ্রে একযোগে সকাল ৮ থেকে ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। সকাল ১০টায় জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটের গোপন কক্ষে পুলিং অফিসার লুৎফুর রহমান ভোটারের সাথে নিজেই হাত লাগিয়ে ভোট দিচ্ছেন। পরে ওই বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.জাহাঙ্গীর হোসেন। তিনি আসলে জানতে চাওয়া হয়— পুলিং অফিসারের গোপন ক্ষকে প্রবেশ করার কোন নিয়ম আছে কি না। জবাবে তিনি বলেন, কোন প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার ভোটের গোপন কক্ষে প্রবেশ করতে পারবে না। যদি কোন ভোটার ইভিএম এ ভোট দিতে গিয়ে সমস্যায় পড়ে তাহলে সে দূর থেকে থাকে সহযোগিতা করতে পারবে।
পরে তিনি মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই পুলিং অফিসারকে সর্তক করেন। ভোটার ছাড়া যদি কোন প্রার্থী কেন্দ্রের ভিতরে প্রবেশ করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

Exit mobile version