Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির যাত্রা শুরু

স্পোর্টস রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে জার্সি উন্মোচন ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে যাত্রা শুরু করেছে এস আলম ফুটবল একাডেমি।

গতকাল রোববার সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার বটেলতলস্থ একাডেমির অস্থায়ী কার্যালয়ে এ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একাডেমির প্রতিষ্ঠাতা ক্রিড়াপ্রেমী ফ্রান্স প্রবাসী সাইফুল আলমের সার্বিক সহযোগিতায় জমকালো আয়োজনের মাধ্যমে এস আলম ফুটবল একাডেমির জার্সি উন্মোচন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত উদ্ধোধনী সভায় জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল হোসেনের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন, এস আলম ফুটবল একাডেমির পরিচালক ফুটবলার সুজাদ আরিফ।

অতিথি হিসেবে বক্তব্য দেন, দৈনিক মানবকণ্ঠ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম লাল, একাডেমির প্রতিষ্ঠাতার বড় ভাই ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আখলাকুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জুয়েল আহমদ, ফুটবলার কামরান কামালী, ক্রিড়া ব্যক্তিত্ব নাজির আলী।

এসময় উপস্থিত ছিলেন, ক্রিড়া ব্যক্তিত্ব আবুল হোসেন লাভলু, এনামুল হক, কুহিনূর রহমান, জাহিদুল ইসলাম, ইকবাল হোসেন, মির্জা হোসেন, মিলাদ মিয়া, হোসেন, আব্দুল আহাদ, দুলাল মিয়া, কুরবান আলী, ছালেহ আহমদ, আবু সাঈদ, নাঈম, রনি, হাসান মিয়াসহ একাডেমির সকল সদস্য বৃন্দ।  শুরুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Exit mobile version