স্টাফ রির্পোাটর ::
জগন্নাথপুরের পল্লীতে শাহেদা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেল চারটার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রাম থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেছে। তিনি এই গ্রামের মৃত রশিদ উল্লার স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানান, গ্রামের রহমত উল্লার পুকুরে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই কাইয়ুম’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিকেল পাঁচটায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবে নারীর মৃতে্যু হতে পারে। তিনি আরো জানান, স্থানীয় লোকজন জানিয়েছেন ওই নারী একজন মানসিক ভারসাম্যহীন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।