Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আমনের ফলনে কৃষকের মুখে হাসি

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে আমন ধানের বাম্পার ফলনের কৃষকের মুখে হাসি ফুটেছে।চাষাবাদের প্রথম দিকে হাওরে পানি থাকায় আবাদ কাজে কিছুটা বিলম্ব হলেও পরবর্তীতে আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।

হাওর ঘুরে দেখা যায়.ফসলের মাঠজুড়ে দুলছে আধা-পাকা সোনালি ফসল। আমনের মৌ মৌ গর্ন্ধ বাতাসে ছড়াচ্ছে। এরমধ্যে কিছু কিছু হাওরে শুরু হয়েছে ধান কাটা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় এবার ৯ হাজার ৬০৬ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৯ হাজার ৬০২ হেক্টর জমিতে। শুরুর দিকে হাওরে পানি থাকায় এবার বেশি আবাদ করা সম্ভব না হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বিভিন্ন জাতের আমনের মধ্যে উফশি ৮ হাজার ৯০১ হেক্টর, স্থানীয় জাত ৬৬৫ হেক্টর এবং হাইব্রিড ৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে মাঠের ধান কাটা শেষ হবে। পুরো ফসল কাটা হলে, ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৩৫২ দশমিক ৮ মেট্রিক টন।

 

উপজেলা কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের কৃষক রুস্তুম আলী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌসুমের শুরু দিকে হাওরে পানি থাকায় রোপণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে পরবর্তীতে আবহাওয়া ভালো থাকায় ফলনও বেশ ভালোই হয়েছে। শুনেছি, বাজারে নাকি দামও ভালো। এবার খরচ বাদে লাভও হবে।

আরেক কৃষক সুলতান মিয়া বলেন, রোপনের পর বৃষ্টি হওয়াতে স্যালো মেশিন দিয়ে পানি দিতে হয়নি। ফলে এবার খরছ কমই হয়েছে। ব্যাপক বৃষ্টি হয়েছিল। ধান আবাদে তেমন কোনও সমস্যা হয়নি। তাই ধানের ফলনও বাম্পার হয়েছে। কয়েক দিনের মধ্যে সব ধান কাটা ও মাড়াই শেষে ঘরে তুলতে পারবো।

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়েও দুই হেক্টর বেশি জমিতে আমন চাষ করা হয়েছে। তবে আরও অধিক চাষ করা যেত, কিন্তু মৌসুমের শুরুতে দুই দফা অকাল বন্যার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

Exit mobile version