Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা মঙ্গঁলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ্‌র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইবরাহীম, নবাগত ওসি ( তদন্ত)মোঃ জয়নাল হোসেন, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক ও জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি মোঃ সানোয়ার হাসান সুনু,জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (চ.দা) মাসুম বিল্লাহ,রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মোঃ ছদরুল ইসলাম, চিলাউরা হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলী ইউপি চেয়ারম্যান আঙুর মিয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ শাহাব উদ্দিন প্রমুখ। সভায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা অবনতি  বিষয়ক বিভিন্ন ঘটনা তুলে ধরে।জগন্নাথপুরের আইন শৃঙ্খলার উন্নয়নে সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানানো হয়।

Exit mobile version