Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অমর একুশে উদযাপন

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অমর একুশে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে।একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্তক স্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,পৌর পরিষদ, জগন্নাথপুর প্রেসক্লাব,সরকারি বিভিন্ন দপ্তর, আওয়ামীলীগসহ রাজনৈতিক দল সমুহ,স্কাউট উপজেলা কমিটির শ্রদ্ধা নিবেদন করা হয়। ২১ ফেব্রুয়ারিসকালে উপজেলা সদরে ভাষা শহীদের স্মরণে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আরা আশা, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মিন্টু সরকার প্রমুখ।

 

Exit mobile version