Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারে ৫ জনের বিরুদ্ধে ২৬ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে প্রায় সাড়ে ২৬ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
আজ সোমবার সিলেট অঞ্চলের বিদ্যুৎ আদালতে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন, উপজেলা সদরের জগন্নাথপুর বাজারের হাজেরা ম্যানশন এলাকার ব্যবসায়ী উপজেলার চিলাউড়া-হলিদপুর গ্রামের আকলিছ মিয়া, জুয়েল খান, জলিম খান, জেলার বিশম্ভরপুর উপজেলার মথুর কান্দি গ্রামের ইমান আলী, সোহাগ আহমদ। আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, রোববার রাতে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকায় হাজেরা ম্যানশন ভবনে অভিযান চালিয়ে ইজিবাইক চার্জিং গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়। অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ইজিবাইক চার্জ দেওয়ায় ৩২ টি চার্জার জব্দ করা হয়। পরে এ ঘটনার সাথে জড়িত ৫ জনের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে ২৬ লাখ ৪৮ হাজার ১৫৫ টাকা ক্ষতিপূরণের মামলা করা হয়।

 

Exit mobile version