স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক দৈনিক মানবজমিন ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন পত্রিকা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্ঠা অসুস্থ শংকর রায় এর পাশে গিয়ে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ। গতকাল বিকেলে তিনি স্থানীয় সাংবাদিকদের নিয়ে পৌর এলাকার বাড়ী জগন্নাথপুরে শংকর রায়কে দেখতে যান। এসময় তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের তহবিল থেকে ১০ হাজার টাকা অনুদানের ঘোষনা দেন ইউএনও। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন,সাংবাদিক শংকর রায় একজন সৎ নিবেদিতপ্রাণ সাংবাদিক। যার প্রতি আস্থা রাখা যায়। আমি এ উপজেলায় যোগদান করার পর থেকে একজন ভাল মানুষ হিসেবে তাকে চিনি। আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন। এসময় জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,বার্তা সম্পাদক আলী আহমদ, স্টাফ রিপোর্টার গোবিন্দ দে, আজহারুল হক শিশু,জগন্নাথপুর নার্সারি স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকার,উপজেলা যুবলীগ নেতা বিভাস দে,ইব্রাহিম মিয়াসহ গনমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রবীণ সাংবাদিক শংকর রায় বেশ কিছু দিন ধরে হার্টের জটিল সমস্যায় ভূগছেন। আর্থিক নানা অনটনের কারণে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। তাই প্রবীণ এই সাংবাদিকের সুচিকিৎসা নিশ্চিত করতে সবার প্রতি পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।