সুনামগঞ্জ সংবাদদাতা-
ছাতকে লায়েক হত্যা মামলায় আসাম ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র তাপস চৌধুরী জামিনে মুক্তি পেয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সুনামগঞ্জ জজ আদালতে তার জামিন প্রার্থনা করা হলে জেলা ও দায়রা জজ জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্টের আইনজীবী এডভোকেট নিপলু পুরকায়স্থ।
সাড়ে ৩ মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি লাভ করেন। এর আগে তিনি উচ্চ আদালতে থেকে আগাম জামিনে মুক্ত ছিলেন। পরে জেলা জজ আদালতে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে ছাতক সদরের গনেশপুর খেয়াঘাটে লাল মসজিদ কমিটি নিয়ে দন্দে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন লায়েক মিয়া। এই খুনের ঘটনায় তাপস চৌধুরী সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ভাই আজিজুর ইসলাম রুমেল।