Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকের জাউয়াবাজারে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

ছাতক উপজেলার জাউয়াবাজারে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের বেশিরভাগের উপরেই ইটপাটকেল পড়েছে। সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ-সিলেট সড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ সংঘর্ষ থামাতে ৫০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে।
ছাতক আওয়ামী লীগে স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক এবং ছাতক পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আবুল কালাম চৌধুরী’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। গত কয়েক দিন হয় মুহিবুর রহমান মানিক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট সমর্থকরা তাঁদের দুজনের মন্তব্য (‘কটুক্তি’) নিয়ে সভা সমাবেশ করে আসছিল। বুধবার জাউয়াবাজার ডিগ্রি কলেজে দুই পক্ষের দুই ছাত্রলীগ কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষে বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল। বিকাল সাড়ে চার টায় কালাম সমর্থকরা জাউয়াবাজারে মিছিল বের করে। একই সময়ে মুহিবুর রহমান মানিক সমর্থকরা জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির কাছাকাছি এলাকায় জমায়েত হয়। কালাম সমর্থকদের মিছিল মুহিবুর রহমান মানিক সমর্থকদের জমায়েতের পাশ দিয়ে যাবার সময় দুই পক্ষে সংঘর্ষ বাধে। এসময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপি ইটপাটকেলে শাহীন মিয়া তালুকদার, রেজাউল করিম, শিমুল, মাসুক, রুবেল, রিপন, কয়েছ, কালাশাহ্, সুজন, কবির ও ইমরানসহ অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়।
সংঘর্ষের সময় সুনামগঞ্জ-সিলেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শত শত যানবাহন দুইপাশে আটকা পড়ে।
মুহিবুর রহমান মানিক সমর্থক হিসাবে পরিচিত উপজেলা যুব লীগের একাংশের সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্যের নামোল্লেখ করে অশ্লীল স্লোগান দেওয়ায় সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পাল্টা স্লোগান দেয়। এসময় দুই পক্ষে সংঘর্ষ বাধে।
জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি রেজা মিয়া তালুকদার বলেছেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে মানিক সমর্থকরা হামলা চালায়। এই নিয়ে সংঘর্ষ বাধে।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ৫০ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে। পরিস্থিতি সন্ধ্যার পর থেকে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচলও স¦াভাবিক হয়েছে।

Exit mobile version