Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ, দীর্ঘ যানজট

জগন্নাথপুর২৪ ডেস্ক::
টাঙ্গাইলে ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়‌কে ১৪ কিলোমিটার এলাক‌াজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। র‌বিবার (১৮ ডি‌সেম্বর) ভোররাত সা‌ড়ে ৪টা থে‌কে সকাল ৭টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে বঙ্গবন্ধু সেতুর আগে থেকে হ‌তে কা‌লিহাতীর এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হ‌য়।
বঙ্গবন্ধু সেতু ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা গে‌ছে, র‌বিবার ভোররাত থে‌কে ঘন কুয়াশায় ঢেকে যায় এলাকা। ফলে দৃষ্টিসীমা ৪০ মি‌টা‌রের কম হওয়ায় সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে উভয়পা‌ড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। ত‌বে কোনো দুর্ঘটনা হয়‌নি।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী কালের কণ্ঠকে ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে কিছুই দেখা যা‌চ্ছিল না। সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে টোল আদায় বন্ধ রাখা হ‌য়। কুয়াশার প‌রিমাণ ক‌মে গে‌লে দৃ‌ষ্টিসামী ৬০ মিটার অতিক্রম কর‌লে টোল আদায় শুরু হ‌বে।

Exit mobile version