Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গরীবের ডাক্তার মধুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুরের ‘গরীবের ডাক্তার’ খ্যাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পৌর পয়েন্ট উপজেলা শ্রমিকলীগ ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হকের সভাপতিত্বে ও সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, জগন্নাথপুর বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগে নেতা নুরুল ইসলাম, পৌর সেচ্চাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীর প্রমুখ

Exit mobile version