Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

খুশির আগেই ভোগান্তি

বিশেষ প্রতিনিধি::

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। আর এই খুশির ঈদ এখন দুয়ারে। আগামীকাল বৃহস্পতিবার দেশজুড়ে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদের এই আনন্দলগ্নে শেষবেলায় কেনাকাটায় ঢল নামে সুনামগঞ্জের জগন্নাথপুরে।

আজ বুধবার এমন চিত্র দেখা গেছে উপজেলা সদরের জগন্নাথপুর পৌরশহরে।

সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের স্থানীয় হেলিপ্যাড এলাকায় কোরবানির শেষ হাট বসে।

হেলিপ্যাড এলাকা হাটের মূল স্থান থাকলেও পৌর পয়েন্টসহ শহরের প্রধান সড়কের (জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক) দুই পাশের ওপর হাট বসে। ফলে তীব্র যানজট সৃস্টি হয়।

এদিকে উপজেলা সদরের খাদ্যগুদামের নলজুর নদীর সেতুটি নির্মাণের জন্য ভেঙে দেওয়ায় সেই সেতুর পাশে হেলিপ্যাড এলাকায় স্থাপিত বিকল্প সেতু এবং অপর ডাক বাংলো  ঝুঁকিপূর্ণ সেতুটিতে যানবাহনের চাপে দিনভর শহরজুড়ে জট লেগেই থাকে। যেকারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন জনসাধারণ।এছাড়া দিনের কয়েকদফা বৃস্টিতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়।

প্রবাসী অধ্যুষিত এ উপজেলার সঙ্গে  পাশবর্তী শান্তিগঞ্জ,  দিরাই, ছাতক, নবীগঞ্জ ও ওসমানিনগর উপজেলার  বিভিন্ন গ্রামের লোকজন যাতায়াত করেন। ঈদের সময় কেনাকাটায় এসব এলাকার লোকজনের সমাগম ঘটে জগন্নাথপুর পৌরশহে।

শহরের স্থানীয় বাসিন্দা শিক্ষক সাইফুল ইসলাম রিপন বলেন, ঈদের কেনাকাটার শেষ মূর্হুতে শহরের সবকটি সড়কে অবৈধ যানবাহনের চাপে তীব্র যানজট সৃষ্টি হয়। এরমধ্যে সড়কের ওপর বসে কোরবানির হাট। ফলে  ঈদের খুশির আগে মূহূর্তে চরম ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জনদুর্ভোগ এড়াতে শহরের গুরত্বপূর্ণ স্থানে স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

 

Exit mobile version