Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

খুঁটি গেড়ে হলেও সুনামগঞ্জে বিমানবন্দর হবে:পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, সুনামগঞ্জে বিমানবন্দরের স্বপ্ন দেখি আমি। সুনামগঞ্জ নীচু এলাকার জেলা উল্লেখ করে তিনি বলেন, এখানে বিমানবন্দর করার মত উঁচু জায়গা কম। তবুও আমি আশাবাদি। তিনি বলেন, প্রয়োজনে দেখার হাওরে খুঁটি গেড়ে হলেও বিমানবন্দর হবে। খুঁটি গেড়ে এয়ারপোর্ট করার অনেক উদাহরণ পৃথিবীতে আছে। হংকং এয়াপোর্টের চারভাগের তিন ভাগ সমুদ্রের উপরে। আমাদের কক্সবাজারে নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যে বিমানবন্দর তৈরি করেছেন, তার চার ভাগের এক ভাগ সাগরের উপরে। পদ্মাসেতু হয়েছে, হাওরে উড়াল সেতু হবে। আমাদের শাল্লা উপজেলা বাংলাদেশের অভ্যন্তরের গভীরতম পয়েন্ট। সর্বশেষ উপজেলা যেখানে সারাবছর গাড়ি যাবে, সেখানেও আমরা কাজ করছি। আজমিরিগঞ্জের সেতু প্রায় হয়েই গেছে। আগামী এক—দুই বছরের মধ্যে আমরা বর্ষাকালে গাড়ি চালিয়ে শাল্লা—আজমিরিগঞ্জ—বানিয়াচং হয়ে ঢাকায় যাবো। তাই সকল দ্বিধা—দ্বন্দ্ব ছেড়ে বৃহত্তর সুনামগঞ্জের কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণে, শিক্ষা, প্রযুক্তি, সড়ক অবকাঠামোতে আরও জোরালোভাবে কাজ করার জন্য নৌকার বিজয় প্রয়োজন। আমি সেদিন বলেছিলাম, পালে হাওয়া লেগেছে। উন্নয়নের হাওয়া, শেখ হাসিনাও চমৎকার সাহসী মাঝি। আমাদের হাওর এলাকা অবহেলিত ছিল, আগামীতে আমরা ইর্ষার পাত্র—হিংসার পাত্র হবো। অন্যান্য জেলাও আমাদের উন্নয়ন নিয়ে ভাববে।

Exit mobile version