Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ : ‘স্মরণ করো, তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরকে বের করেন এবং তাদের নিজের সম্পর্কে স্বীকারোক্তি গ্রহণ করেন। …তার অবস্থা কুকুরের মতো; তার ওপর তুমি বোঝা চাপালে সে হাঁপাতে থাকে এবং তুমি বোঝা না চাঁপালেও হাঁপায়। যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থাও এরূপ, তুমি বৃত্তান্ত বিবৃত করো, যাতে তারা চিন্তা করে।’
(সুরা: আরাফ, আয়াত : ১৭২-১৭৬)
আয়াতগুলোতে আল্লাহর প্রতি মানুষের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

শিক্ষা ও বিধান

১. আল্লাহ রুহের জগতে মানুষের কাছ থেকে তাঁর প্রভুত্বের স্বীকারোক্তি নিয়েছেন, যেন নবীরা তাওহিদের আহ্বান জানালে তারা সহজে তা সত্য বলে মেনে নেয়।
২. রুহের জগতে আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করেছিল বলেই শিশুরা মারা গেলে তাদের জান্নাত দেওয়া হবে।
৩. আলেমদের উচিত নিজের ইলম অনুসারে আমল করা, নতুবা আল্লাহ তাদের কঠিন শাস্তি দেন। যেমন বালআম ইবনে বাউরা।
৪. দুনিয়ার মোহ ও প্রবৃত্তি থেকে আলেমরাও নিরাপদ নন। তাই সবার উচিত আত্মশুদ্ধিতে মন দেওয়া।
৫. রাসুল (সা.) বলেন, ইলম দুই
প্রকার : ক. অন্তরের ইলম, যা মানুষের জন্য উপকারী, খ. জবানের ইলম, যেটা পরকালে বান্দার বিরুদ্ধে আল্লাহর প্রমাণ হবে। (তাফসিরে কুরতুবি : ৯/৩৭৯-৩৮৬)

Exit mobile version