Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কিয়ামতের আলামত ৩ দেখা দেবে সর্বব্যাপী মহামারি

বিভিন্ন ধরনের রোগব্যাধি ব্যাপকভাবে ছড়িয়ে পড়া কিয়ামতের অন্যতম আলামত। মহামারি ও রোগের প্রকোপ বেড়ে যাওয়াকে রাসুলুল্লাহ (সা.) কিয়ামতের অন্যতম আলামত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, কিয়ামতের আগের ছয়টি নিদর্শন গণনা করে রাখো। আমার মৃত্যু, অতঃপর বায়তুল মুকাদ্দাস বিজয়, এরপর তোমাদের মধ্যে ঘটবে মহামারি, বকরির পালের মহামারির মতো।
…(বুখারি, হাদিস : ৩১৭৬)
তবে এই মহামারি থেকে আল্লাহ পবিত্র নগরী মদিনাকে রক্ষা করবেন বলেও ভবিষ্যদ্বাণী করেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মদিনায় ঢুকতে পারবে না দাজ্জাল, আর না কোনো মহামারি। (সহিহ বুখারি, হাদিস : ৫৭৩১)
এই আলামত ওমর (রা.)-এর শাসনামলে বায়তুল মুকাদ্দাস বিজয় হওয়ার দুই বছর পরে ঘটেছে। এই ঘটনা ১৮ হিজরিতে সংগঠিত হয়।
পরে সিরিয়ায় ছড়িয়ে পড়ে এবং এই মহামারিতে বহু সাহাবি ও অন্যান্য লোক মারা যায়। বলা হয়, এতে প্রায় ২৫ হাজার মুসলমান মৃত্যুবরণ করে। যার মধ্যে আবু ওবায়দাহ বিন আমের বিন জাররা (রা.) অন্যতম ছিলেন।
সৌজন্যে কালের কণ্ঠ

Exit mobile version