Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

জগন্নাথপুর২৪ ডেস্ক:;
গত দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। এ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। তাপমাত্রার অবনতি আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় এ জেলায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন।

এর আগে, গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকেও এখানে একই তাপমাত্রা রেকর্ড হয়।

তাপমাত্রার অবনতি আর হাড়কাঁপানো শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় ঢাকা থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে শ্রমজীবিরা সময় মতো কাজে যেতে পারছেন না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারও বাড়ছে শীত।

এদিকে, শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, দুই দিন ধরে সকালের তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হচ্ছে। যা মৃদু শৈত্যপ্রবাহের আভাস। জানুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রার আরও অবনতির আশঙ্কা রয়েছে।

Exit mobile version